বিশ্বজুড়ে চলছে করোনা মহামারী। বলতে গেলে এখন কোনো দেশই আর আক্রান্ত হতে বাকি নেই। আমরাও শিকার হয়েছি এই বৈশি^ক মহামারীর। তবে এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু উদ্বেগের বিষয়, ঘনবসতিপূর্ণ আর অসচেতনতার কারণে এই মহামারী আমাদের দেশে যদি কমিউনিটি পর্যায়ের বিস্তার দ্রুত রোধ করা না যায় তাহলে এ দেশকেও এর জন্য বড় মাশুল গুনতে হতে পারে।
আমাদের সরকার করোনা প্রেিতরোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সরকার প্রধানসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রয়োজনে লকডাউন সহ গণসচেতনতা বাড়াতে সরকারকে আরো কঠোর হতে হবে। সেইসাথে সরকার বিপদকালীন সহায়তা দানে অভাবী মানুষের পাশে দাঁড়াতে যে পদক্ষেপগুলো নিয়েছে স্বাস্থ্যবিধি মেনে তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে হবে।
স্বাস্থ্য সেবা সুরক্ষা আর ত্রাণ কার্যক্রমে যাতে কোনো অনিয়ম না হয়ে সে লক্ষেও সরকারকে থাকতে হবে শক্ত অবস্থানে।