যে মানুষটির হাত ধরে প্রথম মঞ্চে আবৃত্তি করা, তিনি হলেন আমার শ্রদ্ধেয় আবৃত্তি শিক্ষক রেজাউল করিম স্যার ৷ তাঁকে নিয়ে বলা শুরু করলে তা শেষ করা যাবে না। তিনি যেমন, চমৎকার কবিতা লেখেন, তেমন মনোমুগ্ধকর আবৃত্তি করেন, অভিনয় করেন, উপস্থাপনা করেন, অনুষ্ঠান পরিচালনা করেন এবং সর্বোপরি তিনি একজন অসাধারণ ব্যক্তি। স্যারের সাথে যখন কথা বলি তখন মনে হয়, স্যারের বক্তব্য যেন শেষ না হয়, এমন ই যেন চলতে থাকে।
তৃতীয় শ্রেণীতে যখন পড়ি, তখন শিল্পকলায় গিয়ে স্যারের সাথে পরিচয়, সেই থেকে তাঁর কাছে শিখছি। স্যার কে যখনি যেটা জিজ্ঞাসা করেছি, স্যার তখন ই সেই বিষয়টা বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন এবং এখনো করছেন।
স্যারের একটা কথা আজীবন মনে থাকবে,
স্যার বলেন, “আমার মধ্যে যতটুকু আছে সবটুকু ই তোদের দিয়ে যেতে চাই।”
সূত্র : ফেইজবুক থেকে সংগৃহীত