জোবায়ের সিদ্দিকী
যদি…
তুমি কি আমাকে ভালোবাসো?
বড্ড বিরক্তিকর একঘেয়েমি প্রশ্ন!
উত্তরটা তো তুমি জানো;
তবুও বারবার কেন আনো?
শুনতে ভালো লাগে বুঝি?
এই সুযোগেই তো মিথ্যা প্রেমিকেরা-
বাড়িয়ে দিচ্ছে বিনিয়োগ;
গুছিয়ে নিচ্ছে মিথ্যা প্রেমের পুঁজি!
ছয় শো ছেষট্টি বার বলেছি,
অথচ সেই একই প্রশ্ন করেছো!
তুমি তো বাক্যটা’র প্রেমে পড়েছো!
নিজের সর্বনাশের দরজা জানালা,
নিজেই খুলে দিয়েছো!
বাক্যটা তো মিথ্যা হতে পারে,
কখনো পরখ করে দেখেছো?
কথার প্রেমে না-পড়ে,
কথকের প্রেমে পড়ে দেখেছো?
প্রশ্ন না-করেই উত্তর পেলে,
কেমন লাগবে ভেবে দেখেছো?
প্রশ্ন কেবল জন্মেছে তোমার মনে;
অথচ উত্তরটা বলে দিয়েছি কানে কানে!
তখনই জানবে তুমি,
স্বতঃসিদ্ধ প্রেমের কি মানে!
আসো চোখে চোখ রেখে হাঁটি,
হাঁটতে, হাঁটতে পরিচিত পরিমণ্ডল থেকে-
দূরে কোথাও হারিয়ে যাই যদি;
ধরে নেবে আমরা একে অন্যের-
অন্তরের অন্তস্তলেই থাকি!
আর যদি অনন্ত পথ চলার পরেও-
সেই চেনা বিলবোর্ড আর দোকানপাট;
যদি দেখো সেই চির চেনা অলিগলি;
ধরে নেবে বাকি-
ভালোবাসা হতে এখনো অনেক বাকি…