আক্রান্ত
০
আমিনুল ইসলাম
এই কনক্রিটের শহরে
মানুষের ভালোবাসা
ধুলোয় উড়ে যায় আর-
চোখে গভীর ক্ষত সৃষ্টি হয়।
এই যান্ত্রিক শহরের
মানুষের মন যান্ত্রিক,
দানবের মতো হুংকার ছাড়ে
যেমনটি ট্রাক-
নিজের জানান দিয়ে
দিগ্বিদিক ছোটে।
ভালোবাসা গ্রামের-
প্রতিটি ঝরাপাতার
মর্মর শব্দে,
সবুজ ঘাসে,
নদীর পাড়ে,
পাখির কিচিরমিচির
মন ভোলানো রবে।
ভালোবাসা-
খেজুর রসে ভেজানো পিঠায়,
সরিষা ক্ষেতে প্রজাপতির মেলায়,
জোনাকির ঝাড়বাতি,
ঝিঁঝি পোকার ডাকে।
ভালোবাসা মেঠো পথের ধুলোয়,
দুপুরের খাঁ খাঁ রোদে
সাঁ সাঁ বাতাসের স্পর্শে,
রিক্তার মা’র ভেঞ্চি কাটা
মুখের গ্রাম্য কথায়।